নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে শান্তা বেগম নামে এক গৃহবধূর বিরুদ্ধে। গত বুধবার সকালে বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী তানজিল বলেন, ‘দুই বছর আগে বন্দর বাবুপাড়া এলাকার হোসেন মিয়ার মেয়ে শান্তা সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে শান্তা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। বুধবার সকালে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় আমার ৩০ হাজার টাকা ও একটি সোনার চেইন চুরি করে নিয়ে যায়।’
এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আসমা বলেন, ‘অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’