বাড়ির সামনের রাস্তায় থাকা অটোভ্যান চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হয়ে পুঠিয়ায় এক শিশু নিহত হয়েছে।
শিশুটির নাম আব্দুল্লাহ (৮)। সে উপজেলার গাঁওপাড়া সেনভাগ গ্রামের কামাল হোসেনের ছেলে। গাঁওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সে। গতকাল রোববার সকালে বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাবা কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ির সামনে একটি অটোভ্যান থামানো ছিল। চালক চাবি ভ্যানে রেখেই কোথাও গিয়েছিলেন। সে সময় আব্দুল্লাহ সকালের নাশতা শেষ করে ওই ভ্যানে গিয়ে বসে। কৌতূহলবশত ভ্যানটি চালালে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় সে। তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।