কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডের ৫২০ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, ইউপি সহকারী হিসাব রক্ষক বাশিরুল ইসলাম, ইউপি সদস্য সীমা বালা ঢালি, সেলিনা খাতুন, আমেনা খাতুন, মাছুম বিল্লাহ, নুরুল ইসলাম, মো. সাঈদ, ইউসুফ আলী, মোস্তফা কামাল, মাসুদুর রহমান, বিভূতি ভূষণ রায়, আব্দুল মান্নান, জামাল ফারুক এবং উক্ত ইউনিয়নের দফাদার ও চৌকিদারেরা।