হোম > ছাপা সংস্করণ

অর্ধশতাধিক দেশি অস্ত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে অভিযান চালিয়ে অর্ধশতাধিক দেশি অস্ত্র জব্দ করেছে পুলিশ। গত সোমবার সারা দিন দুই উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।

গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। আগামী ২৮ নভেম্বরের ইউপি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ।

এর মধ্যে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন থেকে ১৫টি ফলা,৫টি টেঁটা ও ১টি দা জব্দ করা হয়। সরাইল সদর ইউনিয়ন থেকে ৪টি টেঁটা, একটি চল, দুইটি ফলা; পানিশ্বর ইউনিয়ন থেকে ৩টি বল্লম ও ১টি ছুরি; পাকশিমূল ইউনিয়ন থেকে ১০টি টেটা, ১৫টি চল ও ১টি দা; চুন্টা ইউনিয়ন এলাকা থেকে ১টি চল ও ১০টি লাঠি উদ্ধার হয়।

এ ছাড়া নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২টি এক কাইট্টা,১টি টেঁটা,১টি কিরিচ,৫টি তিন কাইট্টা ও ৮টি লাঠি জব্দ করা হয়।

এই ব্যাপারে সরাইলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু করতে এ অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার সংঘর্ষের সুযোগ দেওয়া হবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ