মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিচু জমিতে বোনা আমন ধান কাটা এবং সেগুলো মাড়াইয়ের কাজের শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে কৃষকের। একই জমিতে কিছুদিন পর আলুর বীজ বপন করবেন তাঁরা
গতকাল শনিবার দুপুর ২টার দিকে সরেজমিনে উপজেলার জৈনসার ইউনিয়নের শসানগাও গ্রামে ধান কাটা ও মাড়াইয়ের চিত্র চোখে পড়ে। সেখানে আনন্দ-উদ্দীপনা নিয়ে ধান কাটতে দেখা যায় কৃষকদের। অনেকে আবার ধান গাছের আঁটি বেঁধে সেগুলো মাড়াইয়ের জন্য মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন। বাড়ির গৃহিণীরা মাড়াইকৃত ধানগুলো রোদে শুকানোর কাজ করছেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে এবার বোনা আমন চাষ হয়েছে। গতবারের চেয়ে এবার ফলন ভালো হয়েছে।
জৈনসার ইউনিয়নের কৃষক আওলাদ হোসেন বলেন, ‘এবার আমার খেতের ধান ভালো হয়েছে। আমরা ধান কাটা শুরু করেছি। আমাদের এই এলাকার জমি গুলো একটু নিচু সে কারণে আমরা মাত্র ধান কাটা শুরু করেছি। তারপরে আমরা আলু রোপণ করব।’
আওলাদ হোসেন আরও বলেন, ‘আমি এবার আমি পাঁচ কানি জমিতে ধান বুনেছি। এতে খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। ধানের ফলন ভালো হয়েছে। লাভের আশা করছি।’
গোবরদী গ্রামের কৃষক মো. ইয়াসিন বলেন, ‘আমার জমির ধান কাটা শেষ। আমরা এখন মাড়াইয়ের কাজ করছি। যে সব জমির ধান কাটা শেষ হয়েছে সে জমি পরিষ্কার করছি। কয়েক দিন পর আলু রোপণ শুরু হবে। সে জন্য জমি পরিষ্কারের কাজও চলছে।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ জানান, এবার মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। এতে কৃষকেরা বেশ খুশি।
মোহসিনা জাহান বলেন, ‘সরকার কৃষকদের সহযোগিতা করেছে। আমাদের কৃষি অফিসাররা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে পাশে ছিলেন। এ ছাড়া মৌসুমের শুরুতে আমরা কৃষকদের ধান বীজ, সার এবং প্রশিক্ষণ দিয়েছি। এই চেষ্টা অব্যাহত থাকবে।’