মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা জিলা স্কুল ও কুমিল্লা হাই স্কুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার, কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির, সেভ দ্য চিলড্রেনের ডা. মো. ইব্রাহিম ইবনুল আবিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী প্রসিকিউটর মো. মাসউদ প্রমুখ।