হোম > ছাপা সংস্করণ

অপহরণের পর শিশু হত্যা ২ কিশোরের স্বীকারোক্তি

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলায় সানজিদা নামের চার বছর বয়সী এক শিশুকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত দুজন হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তারা এই জবানবন্দি দেয়।

নিহত সানজিদা লাঠিমারঘোন গ্রামের শাহীন প্রামাণিকের মেয়ে। পুলিশ বুধবার মধ্যরাতে ওই গ্রাম থেকে সানজিদার বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে গতকাল গাবতলী মডেল থানায় দুই কিশোরের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, সানজিদা বুধবার সকালে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সেখান থেকে সে নিখোঁজ হয়। পরে তার বাবা শাহীনের কাছে অপহরণকারীরা ফোনে ৩ লাখ টাকা দাবি করেন। শাহীন প্রথমে টাকা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ৫০ হাজার দিতে রাজি হন।

অপহরণকারীদের কথা অনুযায়ী বুধবার মধ্যরাতে গ্রামের একটি সেতুর কাছে টাকা নিয়ে যান শাহীন। কিন্তু সেখানে যাওয়ার আগে তিনি পুলিশকে বিষয়টি সম্পর্কে অবগত করেন।

নির্দিষ্ট সেতুর কাছে শাহীন পৌঁছালে এক কিশোর তাঁর কাছ থেকে টাকা নিতে আসে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ ওই কিশোরকে আটক করে। পরে তার কথা অনুযায়ী একই গ্রামের আরেক কিশোরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে সানজিদার লাশ উদ্ধার এবং উপজেলার কদমতলী গ্রামে অভিযান চালিয়ে ওই কিশোরকে আটক করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সানজিদার লাশ উদ্ধার এবং তাকে হত্যার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা শিশুটিকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ