গাজীপুরের শ্রীপুরে খোলাবাজারের (ওএমএস) চাল বিক্রির সময় পরিমাপে কম দেওয়ায় এক ডিলারকে ধাওয়া দিয়েছেন ভুক্তভোগীরা। এতে দোকান ফেলে পালিয়েছেন অভিযুক্ত ডিলার ও তাঁর লোকজন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
ওএমএসের কার্ডধারী নান্দিয়া সাঙ্গুন গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘টাকা জমা দিয়ে চালের বস্তা নেই। পরে বাইরে এসে ওজন দিয়ে দেখি ৩০ কেজির বদলে দেওয়া হয়েছে ১৯ কেজি। অন্য সুবিধাভোগীদেরও ৪-৫ কেজি করে কম দেওয়া হয়েছে।’
সুফিয়া খাতুন নামের একজন বলেন, ‘সব বস্তায় চাল কম ছিল। পরে সবাই মিলে ডিলার ও তাঁর লোকজনকে ধাওয়া দিয়েছি। ওঁরা চাল বিক্রি বন্ধ করে পালিয়ে গেছে।’
ডিলার শহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাঁর মা শেফালী বেগম বলেন, ‘আমরা যেখান থেকে নিয়ে আসি সেখান থেকেই কম দেয়। আমরা কী করব?’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশি বলেন, ‘ওজনে কম দেওয়ায় ভুক্তভোগী গ্রাহকেরা ধাওয়া দিয়েছেন ডিলারকে। ঘটনাস্থলে গিয়ে প্রতি বস্তায় ৪-৫ কেজি করে চাল কম দেওয়ার সত্যতা পেয়েছি।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ রাহাতুল ইসলাম বলেন, চাল কম দেওয়ার সুযোগ নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও তরিকুল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।