হোম > ছাপা সংস্করণ

২০ হাজার মেট্রিক টন আলু যাবে বিদেশে

মিঠাপুকুর প্রতিনিধি

চলতি মৌসুমে মিঠাপুকুর উপজেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন। প্রাথমিক অবস্থায় ২০ হাজার মেট্রিক টন আলু বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উপজেলার ১৭টি ইউনিয়নেই কমবেশি আলু চাষ হয়েছে। তবে পায়রাবন্দ, বালারহাট, ভাংনী, লতিবপুর, রানীপুকুর, খোড়াগাছ, ময়েনপুর, চেংমারী, বড়হযরতপুর ও দুর্গাপুর ইউনিয়নে তুলনামূলক বেশি চাষ হয়েছে। শিল বিলাতী, এস্টারিজ, গ্রানুলা, লাল পাকড়ি, সাদা পাকড়ি, ডায়মন্ডসহ বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, চলতি মৌসুমে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যে রপ্তানি ব্যবসায় জড়িত পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। তাঁরা মিঠাপুকুর থেকে ২০ হাজার মেট্রিক টন আলু রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছেন।

উপজেলার চুহড় ব্লকের অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান জানান, পায়রাবন্দ ইউনিয়নের আলু চাষিরা অভিজ্ঞ। তাঁদের অনেকেই আগাম আলু চাষ করে ভালো ফলন পেয়েছেন।

ইসলামপুর এলাকার কৃষক আনছার আলী জানান, সার সংকটের পরও চলতি বছর আলুর আবাদ ভালো হয়েছে। ভালো দাম পেলে লাভবান হবেন চাষিরা। তবে কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কার কথাও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ