হোম > ছাপা সংস্করণ

শ্বাসনালিতে বিস্কুট আটকে শিশুর মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে শ্বাসনালিতে বিস্কুট আটকে জুনায়েত নামের ১ বছরের এক শিশু মারা গেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাড়িপাড়া গ্রামের আব্দুল জলিল হাওলাদারের বড় ছেলে জাকারিয়া (৯) কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। গত ১৩ ডিসেম্বর জাকারিয়াকে স্কুল থেকে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্কুট দেওয়া হয়। ওই বিস্কুট গতকাল সকালে মা মল্লিকা বেগম জাকারিয়া ও এক বছরের শিশু জুনায়েতকে খেতে দেন। বিস্কুট মুখে ঢোকানোর পর জুনায়েত অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক সাদিয়া রাখি মাটি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু জুনায়েতের মা মল্লিক বেগম বলেন, ‘স্কুলের দেওয়া বিস্কুট খেয়ে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। মনে হয় স্কুলের ওই বিস্কুটের মেয়াদ ছিল না।’

কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিউটি বেগম বলেন, ‘ওই বিস্কুট ৫ বছরের নিচের শিশুদের খাওয়ানো নিষেধ রয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া রাখি বলেন, ‘ধারণা করা হচ্ছে, শিশুটির শ্বাসনালিতে বিস্কুট আটকে গিয়েছিল। শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে সে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ