চলতি বছরের শুরুতেই নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দেন দেবাশীষ বিশ্বাস। ‘তুমি যেখানে আমি সেখানে’ নামের সে সিনেমায় দেখা যাবে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে। সে সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিলেন এ নির্মাতা। সিনেমার নাম ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’। নাম শুনেই আন্দাজ পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের প্রেমের কাহিনি দেখা যাবে সিনেমায়। শুধু তা-ই নয়, এ সিনেমার সম্পূর্ণ শুটিং হবে যুক্তরাষ্ট্রে। এমনকি মহরত অনুষ্ঠানও হবে সেখানে।
মহরতে অংশ নিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন দেবাশীষ বিশ্বাস। যাওয়ার আগে এ নির্মাতা জানান, ১২ মে লস অ্যাঞ্জেলেসে সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করবেন একঝাঁক নতুন মুখ। এ বিষয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে দেখা যাবে নতুন একজোড়া মুখ। গল্পটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে। তাই এর মহরত ও শুটিং হবে সেখানে। রোমান্টিক গল্পে সিনেমাটি তৈরি হবে।’
জানা গেছে, মহরত অনুষ্ঠানেই জানানো হবে নতুন অভিনয়শিল্পীদের পরিচয়। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন বিপ্লব দেওয়ান। চলতি বছরের শেষ নাগাদ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল দেবাশীষ বিশ্বাসের। এরপর নির্মাণ করেন ‘শুভবিবাহ’ ও ‘ভালোবাসা জিন্দাবাদ’।