গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও গ্রামের ৭৫ বছর বয়সী নিজাম উদ্দিন ঢালী। এ নিয়ে নয়বার নির্বাচনে প্রার্থী হয়েছে তিনি। প্রতিবারই জামানত হারিয়েছেন। ভোট পেয়েছেন তিনটি থেকে সর্বোচ্চ পঞ্চাশটি। তিনি পেশায় একজন কৃষক। ফেল করলেও সবাই তাঁকে মেম্বার বলে ডাকেন
বাঘেরগাঁও গ্রামের নিঃসন্তান এই মানুষটি ইউনিয়ন পরিষদ নির্বাচন এলেই ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে অংশ নেন। মনোনয়নপত্র দাখিল ছাড়া আর কোনো নির্বাচনী খরচ করতে নারাজ তিনি। এমনকি পোস্টার, লিফলেটও ছাপান না। কেন্দ্রে তার কোনো এজেন্টও থাকে না।
এলাকাবাসী জানান,নিজাম উদ্দিন ঢালী নির্বাচনে অংশ নিলেও কোনো দিনও প্রচার চালাননি। ভোটারদের কাছে ভোট চাইতেও যান না। তাঁর এই ভোটে দাঁড়ানোর বাতিক ১৯৮০ সাল থেকে। উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও ৩ নম্বর ওয়ার্ডের সদস্যপদে তিনি এই নিয়ে নয়বার নির্বাচন করলেন। এবারের নির্বাচনে তাঁর স্ত্রীও পাশে নেই। গত ছয় মাস ধরে রাগ করে বাবার বাড়ি চলে গেছেন।
নিজাম ঢালীর ভাতিজা জহিরুল ইসলাম বলেন, ‘আমার চাচা পাগলাটে মানুষ। নির্বাচন এলে কারও কথা শোনেন না। একা একাই মনোনয়নপত্র দাখিল করেন। ফেল করলেও সবাই তাঁকে মেম্বার বলে ডাকেন। এতেই তিনি খুশি হন।’
নিজাম উদ্দিন ঢালী বলেন, ‘যত দিন বেঁচে থাকি ইনশাআল্লাহ নির্বাচন করব।’