হোম > ছাপা সংস্করণ

অধ্যাপকের বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোজাম্মেল হকের বাড়ি থেকে এক নারীর (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় অধ্যাপকের বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম শাহিনুর বেগম (৩২)। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রাধাপাল গ্রামের আব্দুল গফুরের মেয়ে।

পুলিশ জানায়, কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা ও স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোজাম্মেল হক দেশে এলে শাহিনুর বেগম তাঁকে দেখভাল করতেন। গতকাল সকালে ওই নারী না উঠলে তাঁর শয়ন কক্ষে গিয়ে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পেছনের দরজার বাইরে থেকে লাগানো ছিটকিনি খুলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শাহিনুরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ