মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ আঙিনায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ৭০ পরিবারের মধ্যে ১০৫ বান্ডিল ঢেউটিন ও ৩ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ প্রমুখ।