নীলফামারী পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী করছেন ৮৬ জন প্রার্থী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচার চালাচ্ছেন তাঁরা। এ সময়ে প্রার্থীদের মাইকের আওয়াজে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীসহ অভিভাবকেরা।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রচারে মাইকের ব্যবহার তিন ঘণ্টা করা নিয়ে ফেসবুক পোস্ট দেন সদর আওয়ামী লীগ নেতা ওয়াদুদ রহমান। এরপর ব্যক্তিগতভাবে তিনি মেয়র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীও একমত পোষণ করেন।
গত মঙ্গলবার শহরে মাইকিং করে এ সিদ্ধান্তের বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মো. সারওয়ার মানিক বলেন, ‘উদ্যোগটি প্রশংসনীয়।’