নীলফামারীতে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে সড়ক পরিবহন আইনে অপরাধ ও শাস্তির পরিমাণ সম্পর্কে জানানোর জন্য অবৈধ যান চালক ও মালিকদের নিয়ে পথসভা করেছে।
এ ছাড়া গত শনিবার জেলার রংপুর-দিনাজপুর সড়কসংলগ্ন বাজার ও বিভিন্ন পয়েন্টে মাইকিং, সেমিনার ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সূত্রে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের ৮৬ কিলোমিটার সড়ক দশমাইল ও তারাগঞ্জ হাইওয়ে থানার অধীন। এ মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অটোরিকশা, ইজিবাইক, ট্রলি, সিএনজি অটোরিকশা এবং থ্রি হুইলার চলাচল করছে।
এতে সড়কে যানজটের সৃষ্টির পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কে পুলিশের টহলদল দেখলে এসব অবৈধ বাহনের চালকেরা কৌশলে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করে। পরে আড়ালে গেলে তাঁরা আবারও ফিরে আসেন মহাসড়কে।