হোম > ছাপা সংস্করণ

ভেসে থাকা ১৩ জেলেকে পাঁচ দিন পর উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ইঞ্জিন বিকল হওয়া এফভি হাওলাদার নামের একটি মাছ ধরা ট্রলার উদ্ধার করেছে হাতিয়া কোস্টগার্ড। ট্রলারটি থেকে ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে।

ট্রলারটি পাঁচ দিন ভাসমান থাকার পর গত রোববার গভীর রাতে হাতিয়ার পূর্বপাশে গাংঘুরিয়ার চরের দক্ষিণ পাশে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এর আগে গত ২৮ নভেম্বর ওই ট্রলার পাথরঘাটা মৎস্য ঘাট থেকে মাছ শিকারের জন্য সাগরে যায়।

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার মালিক সোহাগ হাওলাদারের বরাত দিয়ে জানান, সাগরে যাওয়ার দুদিন পর ৩০ নভেম্বর তাঁদের ট্রলারের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এরপর থেকে তাঁরা সাগরের ভাসতে থাকেন। সাগরের ভাসতে ভাসতে ৫ দিন পর রোববার বিকেলে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে পাথরঘাটার ট্রলারের মালিকের সঙ্গে যোগাযোগ করে। তাঁদের দেওয়া তথ্য মোতাবেক ভাসানচর কোস্টগার্ডকে জানালে তাঁরা তাঁদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসে।

হাতিয়া কোস্টগার্ড সূত্রে জানা যায়, তথ্য অনুযায়ী প্রযুক্তি ব্যবহার করে দেখা যায়, এটি হাতিয়ার পূর্বপাশে সাগরের মধ্যে রয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য বলা হয় ভাসানচর কোস্টগার্ডকে। সংবাদ পেয়ে তাঁরা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে গভীর সাগর থেকে ১৩ জেলেসহ ট্রলারটি উদ্ধার করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ