হোম > ছাপা সংস্করণ

নিষেধাজ্ঞা শেষ ইলিশ শিকারে নেমেছেন জেলেরা

বরগুনা প্রতিনিধি

প্রজনন মৌসুমে ইলিশ শিকারে সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নৌকা-জাল নিয়ে ইলিশ শিকারে নেমে পড়েছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা।

নিষেধাজ্ঞার শেষ দিন গতকাল জেলে-পাইকার-আড়তদারদের পদচারণে মুখর ছিল উপকূলীয় অঞ্চলের জেলেপল্লি ও মৎস্য ঘাটগুলো। বাজার-সওদা আর বরফভর্তি করে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতিতেই গতকাল ব্যস্ত সময় কাটিয়েছেন মৎস্যজীবীরা।

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রে গতকাল দিনভর দম ফেলার ফুরসত ছিল না ট্রলারের মাঝিদের। প্রতিটি ট্রলারে কমপক্ষে ১৬ থেকে ২২ জন জেলেকে সময়মতো ঘাটে থাকা নিশ্চিত করা, বাজার-সওদা, জ্বালানি ও বরফ সংগ্রহ করে তা ট্রলারে তুলে দেওয়া পর্যন্ত সব দায়িত্ব মাঝিদের। নজরুল ইসলাম নামের এক মাঝি যা বললেন তা এককথায় অনেকটা যুদ্ধের প্রস্তুতির মতো। তিনি বলেন, ‘এই টাইমে মোগো কতা কওয়ারও সোমায় অয় না, সবকিছুর দায়দায়িত্ব মোর উফরে। মাছ পাই নাই এইবার তেমন, মালিকের চাপ আছে, জাইল্লারা এদিক-সেদিক, সবাইরে আইন্না হেইয়ার পর রাইত ১২টার পর ট্রলার ছাড়মু। দোয়া কইরেন ভাই যেন সহি-সালামতে মাছ লইয়া ফেরতে পারি।’

এ বছর নিষেধাজ্ঞার আগপর্যন্ত দেশে দক্ষিণাঞ্চলের নদনদীতে আশানুরূপ ইলিশ ধরা পড়েনি। ফলে হতাশার মধ্য দিয়েই ইলিশ মৌসুম কাটাতে হয়েছে জেলেদের। তবে নিষেধাজ্ঞা শেষে ফের আশায় বুক বেঁধেছেন তাঁরা। জেলে, পাইকার, আড়তদারসহ সংশ্লিষ্ট সবাই আশা করছেন, সাগর ও নদীতে প্রচুর ইলিশ ধরা পড়বে এখন।

গতকাল বরগুনা সদরের নিশানবাড়িয়া এলাকায় বিষখালী নদীসংলগ্ন জেলেপল্লিতে কথা হয় বেশ কয়েকজন জেলের সঙ্গে। তাঁরা জানান, এর মধ্যেই সাগরে যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছেন তাঁরা। আশা করছেন, বেশ ইলিশ ধরা পড়বে এবার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ