ঝামেলা ছাড়াই রাইস কুকার রান্না করে দেয় বলে ভাববেন না আপনার কোনো দায়দায়িত্ব নেই। যত্ন নিলে দীর্ঘদিন এটি ব্যবহার করা যাবে।
- প্রথমবার ব্যবহারের ক্ষেত্রে ম্যানুয়াল পড়ে নিন। পানিতে ভর্তি করে রান্না করবেন না।
- রান্না করা অবস্থায় রাইস কুকার স্পর্শ করবেন না। হাত পুড়ে যেতে পারে।
- পরিষ্কারের সময় তারের শক্ত স্ক্র্যাবার দিয়ে ঘষা যাবে না। এতে দাগ পড়ে যাবে। নরম সবুজ স্ক্র্যাবার ব্যবহার করুন।
- ভেতরে থাকা পাত্রের বিকল্প খুঁজতে যাবেন না। যে পট কেনার সময় দেওয়া হয়েছে, সেটাতেই রান্না করুন।
- রাইস কুকারে রান্নার সময় কাছাকাছি পানির পাত্র রাখবেন না। ইলেকট্রিক শক লাগতে পারে।
স্টিলের চামচ দিয়ে ভাত তোলা যাবে না। কাচের বা মেলামাইনের চামচ ব্যবহার করুন।