হোম > ছাপা সংস্করণ

অমিত মুহুরী হত্যা মামলায় আসামি রিপনের সাক্ষ্য

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরীকে হত্যা মামলার আসামি রিপন নাথের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যের জন্য ১২ মে দিন ঠিক করেছেন।

অতিরিক্ত মহানগর পিপি অনুপম চক্রবর্তী বলেন, মামলার বাদী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার নাশির আহমেদ। এ সময় আসামি রিপন নাথের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আসামি নিজেই মামলার বাদী নাশির আহমেদকে জেরা করেছেন।

অমিত মুহুরী হত্যা মামলায় এ বছরের ৩০ জানুয়ারি আদালতে রিপনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১৯ সালের ২৯ মে রাত ১০টার দিকে কারাগারের ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে ঘুমন্ত অমিতকে মাথায় উপর্যুপরি ইটের আঘাতে গুরুতর আহত করে আসামি রিপন। রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরীর মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ১৬টি মামলা ছিল।

এ ঘটনায় চট্টগ্রাম কারাগারের জেলার নাশির আহমেদ পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন। এতে বন্দী রিপন নাথকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ২৫ জুলাই নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজিজ আহমেদ আদালতে অভিযোগপত্র দেন।

সেবার ১১ জুন আসামি রিপন আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, সেলে ঢোকার পর ধূমপান করা নিয়ে অমিত মুহুরীর সঙ্গে রিপনের কথা-কাটাকাটি হয়। রাতে ঘুমানোর আগে অমিত রিপনকে তাঁর পায়ের কাছে শুতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১০টার দিকে অমিত ঘুমিয়ে পড়লে সেলে থাকা ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করলে অমিতের মৃত্যু হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ