ক্ষমতায় থাকা বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাতের মধ্যেই ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এ বৈঠকের পর মমতা বলেন, ‘বিজেপিকে হারাতে চাই। তৃণমূল সেই চেষ্টাই করছে।’
তবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় উন্নয়নকে রাজনৈতিক বিরোধের আওতার বাইরে রাখার পক্ষেও কথা বলেন তিনি। আগামী ২০ ও ২১ ডিসেম্বর কলকাতায় শিল্প সম্মেলন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মমতা। মোদি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
রাজ্যের স্বার্থেই বৈঠক করেছেন বলে জানান মমতা। আম্পান থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে পশ্চিমবঙ্গের ৯৬ হাজার কোটি রুপি পাওনা চেয়েছেন তিনি। ত্রিপুরায় পৌর নির্বাচনের আগে দ্বন্দ্বের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে নালিশও জানিয়েছেন মমতা।