প্রমিথিউস ব্যান্ডের গায়ক ও দলপ্রধান বিপ্লব এখন নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা। সেখানেও কাজের ফাঁকে সুযোগ পেলেই তৈরি করেন নতুন গান। ব্যান্ডসংগীতের জনপ্রিয় এই গায়ক এবার নতুন আরেকটি গান তৈরি করেছেন। গানটি দ্বৈত কণ্ঠের। তবে সহশিল্পী কে, তা এখনই জানাতে চাইছেন না বিপ্লব। নিউইয়র্ক থেকে বিপ্লব বলেন, ‘আমার সমসাময়িক একজন শিল্পী কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে বেশি দ্বৈত গান গাইনি। তাই একটি দ্বৈত গানের পরিকল্পনা অনেক দিন ধরেই করছিলাম। উনি আমার প্রস্তাবে রাজি হলেন।’
গত বছরের মাঝামাঝি প্রকাশিত হয় বিপ্লবের গাওয়া গান ‘পাখি’। গানটি বিপ্লবের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। এই প্ল্যাটফর্মে বিপ্লব তাঁর গাওয়া পুরোনো গান আপলোড করার পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন। নতুন গানটিও একই প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। বিপ্লব বলেন, ‘নিউইয়র্কে ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও গানের চর্চা করছি নিয়মিত। আমি গানের মানুষ। গান ছাড়া তো থাকা সম্ভব নয়।’