হোম > ছাপা সংস্করণ

বাক প্রতিবন্ধী শিশু ফিরে পেল পরিবার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে প্রদীপ আহমেদ (১১) নামের হারিয়ে যাওয়ার একদিন পর বাক প্রতিবন্ধী শিশুটিকে ফিরে পেয়েছে পরিবার। গতকাল সকালে উপজেলার বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয় থেকে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শিশুটি উপজেলার বামন্দী ইউনিয়নের বালিয়া ঘাট গ্রামের মোজাফফর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি বাক প্রতিবন্ধী হওয়ায় ঠিকানা পাওয়া যাচ্ছিল না। মা হোসনেয়ারা বেগম বলেন, গত মঙ্গলবার আমার বাক প্রতিবন্ধী শিশুটি হারিয়ে যায়। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে জানতে পারি বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ে আমার ছেলে আছে। আমরা সেখান থেকে আমার ছেলেকে বাড়ি নিয়ে আসি। আমার বাচ্চাকে খুঁজে পেয়ে আমি খুব আনন্দিত। আমার ছেলেটিকে খুঁজে দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞ।’

ইউপি সদস্য আশাদুল ইসলাম জানান, শিশুটি হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছে তাঁর পরিবার। গতকাল সকালে বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেলেটিকে বিদ্যালয়ে নিয়ে আসে। আমরা সংবাদ পেয়ে সেখানে যাই। শিশুটিকে পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা খুব আনন্দিত।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ