হোম > ছাপা সংস্করণ

বিজয় দিবসে চাঙা কালিহাতী বিএনপি

কালিহাতী প্রতিনিধি

কালিহাতীতে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চাঙা উপজেলা বিএনপি। এ নিয়ে নেতা-কর্মীদের উৎসাহ উদ্দীপনার পাশাপাশি জন সাধারণের মাঝেও ব্যাপক আলোচনা লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য বেনজির আহমেদ টিটুর নেতৃত্বে দুই হাজার নেতা-কর্মীর একটি মিছিল উপজেলার শাজাহান সিরাজ কলেজ মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য বেনজির আহমেদ টিটু, সদস্য আনিছুর রহমান চৌধুরী, বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারন সম্পাদক মো. মজনু মিয়া, ভিপি রফিকুল ইসলাম, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শাফী খান, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ আ. ওয়াদুদ তৌহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মসাধারন সম্পাদক মো. জসিম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা দল, ছাত্রদল, যুবদল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী শহিদুর রহমান সিদ্দিকী। এ সময় খালেদা জিয়ার মুক্তি দাবি করেন নেতা-কর্মীরা।

চলতি বছরের ৩০মে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার পর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ