তাহিরপুরের শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের গুরুমার হাওরের ফসল রক্ষা বাঁধ ধসে গেছে। গতকাল শুক্রবার দুপুরে ধসে যাওয়া বাঁধ পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এদিকে নির্মাণকাজ শেষ না হতেই বাঁধ ধসে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের গুরমার হাওরের উপপ্রকল্পের ১৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ফসল রক্ষা বাঁধটি ধসে যায়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, নীতিমালা অনুযায়ী বাঁধ নির্মাণকাজ না করা ও কাজে গাফিলতি থাকায় ধসে গেছে। দ্রুত বাঁধ মেরামতের জন্য দাবি জানিয়েছেন গুরুমার হাওর পাড়ের কৃষকেরা।
ধসে যাওয়া বাঁধ নির্মাণ প্রকল্পের সভাপতি সাহিদা আক্তার লাকি বলেন, ‘বাঁধ নির্মাণকাজে কোনো গাফিলতি হয়নি। বৃষ্টির কারণে বাঁধের কিছু অংশ নদীতে ধসে গেছে। ধসে যাওয়া বাঁধের অংশটি মেরামতের জন্য কাজ শুরু করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ধসে যাওয়া বাঁধের অংশ দ্রুত মেরামত করার জন্য পিআইসি সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘ধসে যাওয়া বাঁধ পরিদর্শন করেছি। বাঁধটি দ্রুত মেরামত করার জন্য প্রকল্পের সভাপতি ও সদস্যসচিবকে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা তিনে সহযোগিতা করব।’