আজকের পত্রিকায় ‘অযত্ন-অবহেলায় মুক্তিযুদ্ধ জাদুঘর’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘরটির প্রতি নজর দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল প্রকাশিত সংবাদ দেখে মুক্তিযুদ্ধ জাদুঘর সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কামিল মাদ্রাসার একজন কর্মচারী জাদুঘরটি পরিষ্কার করছেন। কারিগর এনে স্টিলের দোলনা মেরামত করা হয়েছে। দুটি শৌচাগার থেকে ভাঙচুর হওয়া ইট, টাইলস ও গ্লাস সরিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। কাজটি তদারকি করছেন অধ্যক্ষ নিজেই।
রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিজাম উদ্দিন বলেন, ‘খবরটি জানতে পেরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উল্যাসহ অনেকেই এটি পরিদর্শন করেছেন। দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’
বীর মুক্তিযোদ্ধা শফি উল্যা বলেন, ‘আজকের পত্রিকাকে ধন্যবাদ। তারা বিষয়টি আমাদের নজরে এনেছে।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘আমরা জাদুঘরটি পরিদর্শন করেছি। যারা এর ভেতরে ভাঙচুর চালিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে।’