হোম > ছাপা সংস্করণ

সৌদির উৎসবে সম্মানিত কিং খান

১ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবটি যেন একখণ্ড বলিউডে রূপ নিয়েছে। এ আর রাহমান, সাইফ আলী খান, কাজল, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এমনকি সদ্য মা হওয়া সোনম কাপুরকেও দেখা গেছে সেখানে।

তবে এবারের আসরের মূল আকর্ষণ বলিউড বাদশাহ শাহরুখ খান। সবাইকে মুগ্ধ করেছে তাঁর উপস্থিতি। হলিউড তারকা শ্যারন স্টোন তো তাঁকে দেখে চমকে উঠলেন। তাঁর অভিব্যক্তি ছিল দেখার মতো! সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওতে দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে দর্শক আসনে থাকা সবার পরিচয় করিয়ে দেন সঞ্চালক।

তার আগে শ্যারন বুঝতেই পারেননি তিনি বলিউড সুপারস্টারের পাশে বসে আছেন। পরিচয় জানতে পেরে চমকে ওঠেন অভিনেত্রী। বলে ওঠেন, ‘ওহ মাই গড’। শ্যারনের এই অবস্থা দেখে একটু ঝুঁকে অভিনেত্রীর গালে চুমু খান শাহরুখ।

উৎসবে বিশেষ সম্মানা পেয়েছেন শাহরুখ। পুরস্কার পেয়ে তিনি বলেন, ‘সৌদি আরবে অনেক দর্শক আছে, যারা আমাকে ভালোবাসেন। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এই সম্মাননা পেয়ে আমি সত্যিই গর্বিত।’

এবার উৎসবে অংশ নিয়েছে ৬১টি দেশের ১৬১টি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে সৌদি আরবের দুটি সিনেমা। ১০ দিনব্যাপী উৎসব শেষ হবে ১০ ডিসেম্বর। 

এদিন শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটিও প্রদর্শিত হয়। সিনেমা শেষে কাজলের উদ্দেশে ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গেয়ে ওঠেন বলিউড বাদশাহ। এরপর মঞ্চে কাজলের সঙ্গে ‘বাজিগর’ সিনেমার সংলাপও বলেন এ অভিনেতা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ