হোম > ছাপা সংস্করণ

শাকিবের একের পর এক সিনেমার ঘোষণা

বুবলীকাণ্ড প্রকাশ্যে আসার পরই নতুন সিনেমার আওয়াজ দিলেন শাকিব খান, যেটা অনেকটা অনুমেয় ছিল। কারণ নতুন সিনেমার খবরই পারে ব্যক্তিগত খবরগুলো পেছনে ফেলতে। এই কৌশলের আশ্রয় শাকিব আগেও নিয়েছেন।

৪ অক্টোবর হালের সফল নির্মাতা রায়হান রাফীর সঙ্গে একটি সিনেমা করার ঘোষণা দিয়েছেন তিনি, যেখানে তাঁর নায়িকা হিসেবে থাকবেন নতুন কেউ। রাফীও জানালেন, এটি তাঁর জন্য স্বপ্নসম প্রজেক্ট। তাই আয়োজনের কমতি থাকবে না।

রায়হান রাফি পরিচালিত সিনেমাটির নাম ‘প্রেমিক’। প্রযোজনা করছেন টপি খান। প্রযোজক বলেন, ‘গল্প লেখার কাজ চলছে। সামনের সপ্তাহ থেকে আমরা নায়িকাদের সঙ্গে কথা বলব। তখন জানাতে পারব কে হবেন সিনেমার নায়িকা। বড় আয়োজনে তৈরি হবে এই সিনেমা।’

দুই দিন পর গতকাল আরও একাধিক সিনেমার খবর দিলেন শাকিব। জানালেন, তপু খানের সঙ্গে নতুন একটি সিনেমা করবেন, এ ছাড়া সফল নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নির্মাণেও আসবে সিনেমা। আরিয়ান বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে মিটিং হয়েছে। উনি তাঁর নতুন সিনেমার নির্মাতা হিসেবে আমার কথা ভেবেছেন, এটা আমার জন্য ভালো লাগার বিষয়। তবে সিনেমার বিস্তারিত জানাতে আরও সময় লাগবে।’

শাকিব খান বলেন, ‘অনেক সিনেমার কাজ একসঙ্গে শুরু করছি। এর মধ্যে রয়েছে হিমেল আশরাফের দুটি, মিজানুর রহমান আরিয়ান, রায়হান রাফী, সানি সানোয়ার, হাসিবুর রেজা কল্লোল, তপু খানের একটি করে সিনেমা। কথা চলছে বেশ কয়েকজন নতুন পরিচালকের সঙ্গে। এসব সিনেমার বেশির ভাগই আমার নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হবে। সব সময়ই আমার চেষ্টা ছিল নিজ দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ ও বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করা। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই আমি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ