হোম > ছাপা সংস্করণ

বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের ইউপি নির্বাচনে বিজয়ী সদস্য মো. রফিকুল ইসলাম ও পরাজিত প্রার্থী মকবুল হোসেন মোগলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের আগে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রফিক ও মোগলের সমর্থকদের মধ্যে বাগ বিতণ্ডা হয়। নির্বাচনের পরদিন শুক্রবার রফিকের সমর্থকেরা বিজয় উল্লাসে করে মকবুল হোসেন মোগলের সমর্থকের বাড়ি ঘরে হামলা চালায় এবং ভাঙচুর করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মেজবাহ উদ্দিন বলেন, ‘সোহেল ও আজিজের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’

মকবুল হোসেন মোগল বলেন, ‘রফিকুলের লোকজন সকালে বিজয় উল্লাসের নামে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ২০টি বাড়িঘর ভাঙচুর ও দোকানের মালামালসহ গরু লুটপাট করেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচার দাবি করছি।’

এ ব্যাপারে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘এ খবর শুনে দ্রুত ঘটনাস্থল যাই এবং বাড়িঘর ভাঙচুর করতে দিইনি।’

শ্রীনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল বলেন, ‘এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই দুই সদস্যের বিরোধ নিরসনের জন্য চেষ্টা করে যাচ্ছি।’

রায়পুরা থানার উপপরিদর্শক আবদুল ওয়াহাব বলেন, ক্ষতিগ্রস্তরা খবর দিলে, পুলিশ ঘটনাস্থল যায়। এখনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ