বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ-অনশন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। গতকাল শনিবার বেলা ১২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের বাসায় এই কর্মসূচি পালিত হয়। এর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
এর আগে সকাল ৯টায় মানিকগঞ্জ শহীদ রফিক সড়কের বিএনপির দলীয় কার্যালয় গণ-অনশন করতে যান বিএনপি নেতা–কর্মীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন। পড়ে বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় এই কর্মসূচি পালন করা হয়।
গণ-অনশনে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মোকছেদুর রহমান, সহসভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সত্তন কান্ত পণ্ডিত ভজন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। খালেদা জিয়া বিভিন্ন রোগে অসুস্থ থাকায় তাঁকে মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠানোর দাবি করেন তাঁরা।