হোম > ছাপা সংস্করণ

দীপ মহন্তের মৃত্যু আত্মহত্যা না হত্যা!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় মেহগনির একটি বাগান থেকে দীপ কুমার মহন্তের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সদরের সুলতানপুর এলাকা থেকে অন্তত ৪৫ কিলোমিটার দুরে খুদিয়াডাঙ্গা গ্রামের নির্জন মাঠে তিনি কেন এসেছিলেন, এমন প্রশ্ন স্থানীয়দের।

তাঁরা বলছেন, দীপ যদি আত্মহত্যা করেন, তাহলে মেহগনিগাছের নিচেই তাঁর ব্যবহৃত জিনিসপত্র পাওয়ার কথা। অথচ ওই গাছের আশপাশে ছড়িয়ে ছিল তাঁর মোবাইল ফোন ও খাট তৈরির কাগজে আঁকা একটি নকশা। ওই গাছ থেকে অন্তত ২০০ গজ দূরে একটি সরিষাখেত থেকে পাওয়া যায় দীপের জুতা। উদ্ধার হওয়া আলামতের ধরন থেকে এটি হত্যাকাণ্ড বলেই দাবি করছেন তাঁরা।

তবে পুলিশ বলছে, উদ্ধার হওয়া আলামতের সূত্র ধরেই তদন্তকাজ চলছে। সিআইডির ক্রামই সিন ইউনিটের একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। একই সঙ্গে মোবাইল ফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে দীপের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ প্রসঙ্গে উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন বাচ্চু বলেন, নিহতের বাসা থেকে ঘটনাস্থলের দূরত্ব অন্তত ৪৫ কিলোমিটার। কী কারণে তিনি এত দূর এসেছিলেন। আত্মহত্যার জায়গাটা চিনলেনই-বা কীভাবে। এর পেছনে প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা জরুরি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নিহত দীপ মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজার চিনতে পারেন। বিভিন্ন কারণে এ বাজারে তাঁর একাধিকবার যাওয়া-আসাও থাকতে পারে। কিন্তু এলাকায় তাঁর কোনো আত্মীয়স্বজন নেই। তাহলে খুদিয়াডাঙ্গা গ্রামের নির্জন মাঠে কীভাবে গেলেন তিনি?

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহতের পরিবার পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে সিআইডি ও পিবিআই পৃথকভাবে কাজ করছে। খুব শিগগির এ ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ