বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে হুমায়ূন আহমেদ স্মরণ উৎসব ও আলোকচিত্রী নাসির আলী মামুনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর সাহিত্য পরিষদ ও ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
সন্ধ্যায় ও উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সাহিত্য সম্পাদক আলিম আল-রাজি আজাদ, সদস্য লিয়াকৎ হোসেন হিমু, হিমু পরিবহন ফরিদপুরের দলনেতা তুলি মুখার্জি প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় ক্যামেরার কবি হিসেবে খ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা হুমায়ূন আহমেদের শতাধিক ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। প্রদর্শনীটি বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ দর্শন করেন। ছবিতে দর্শনার্থীদের চোখে ভাস্বর হয়ে ওঠেন তাদের প্রিয় সাহিত্যিক, নাট্যকার, গল্পকার হুমায়ূন আহমেদ।