হোম > ছাপা সংস্করণ

নবীনগরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঘরে ঘরে দেবী দুর্গার আগমনী বার্তা। এ জন্য প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রতিমা শিল্পীরা। এবার ১১৪ মণ্ডপে চলছে প্রস্তুতি।

উপজেলার ভোলাচং গ্রামের একাধিক প্রতিমা শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের পূর্বপুরুষরাও এ পেশায় নিয়োজিত ছিলেন। এরই ধারাবাহিকতায় তাঁরাও এ পেশা বেছে নিয়েছেন। প্রতিমা তৈরিতে ২৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।

প্রতিমা শিল্পী তপন চন্দ্র মালাকার বলেন, ‘বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে আছি। মৃৎশিল্পীদের কেউ খোঁজখবর নেয় না। প্রতিবছর দুর্গা উৎসব আসলে কয়টা টাকার মুখ দেখি। এ বছর ৮টি প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। ইতিমধ্যেই ৪টি প্রতিমা বিক্রি করেছি। প্রতিমার মূল্য ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা বিক্রি করা হচ্ছে।’

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র বলেন, এ বছর নবীনগর উপজেলায় ১১৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ