কানাইঘাটে একটি মাদ্রাসার ছাত্রদের মধ্যে পাঞ্জাবি ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ৮ নম্বর ঝিংগাবাড়ি ইউনিয়নের মাঝতালোক প্রবাসী কল্যাণ তরুণ সমিতি এসব বিতরণের উদ্যোগ নেয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসাছাত্রদের হাতে এ সব তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন। মাদ্রাসার মুহতমিম আব্দুল আজিজের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝতালোক প্রবাসী কল্যাণ তরুণ সমিতির উপদেষ্টা শিব্বির আহমদ। অনুষ্ঠানে ৬০ জন ছাত্রকে পাঞ্জাবি ও আইডি কার্ড দেওয়া হয়।
এ সময় বক্তব্য দেন মাঝতালোক প্রবাসী কল্যাণ তরুণ সমিতির উপদেষ্টা হোসন আহমদ, শামিম আহমদ, সমিতির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, রেজওয়ান আহমদ, জুবের আহমদ, আজমল হোসেন, হাফিজ মোহাম্মদ, সাইফ উল্লাহ, বিলাল আহমদ, আফতাব উদ্দিন, ইলিয়াছ আলী প্রমুখ।