হোম > ছাপা সংস্করণ

ফুটপাতে গাড়ি পার্কিং করায় জরিমানা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কুমিল্লা-মিরপুর সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা এ অভিযান চালান।

অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অপরাধে চারজন ব্যাটারিচালিত অটোরিকশা ও তিনজন সিএনজিচালিত অটোরিকশাচালককে জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাতজন চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একজন সিএনজিচালিত অটোরিকশাচালককে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই হাজার টাকা জরিমানা করেন। বাকি ছয়জন অটোরিকশাচালককে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা এক হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, কুমিল্লা-মিরপুর সড়কে যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় যানজট লেগে থাকে। ফলে জনসাধারণকে দুর্ভোগে পড়তে হয়। তাই ১৮৬০ সালের দণ্ডবিধি আইনে সাতজন অটোরিকশাচালককে জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও বলেন, অভিযানের পাশাপাশি যানচালক ও দোকানিদের উপজেলা সদর বাজারের সড়কগুলোতে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ