হোম > ছাপা সংস্করণ

মাভাবিপ্রবিতে ফুল, মিষ্টি দিয়ে শিক্ষার্থীদের বরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এআরএম সোলাইমান শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন।

বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এলে তাঁদের সবাইকে ফুল, মিষ্টি ও মাস্ক দিয়ে বরণ করা হয়। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে এই বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুল হক ও প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ। এ সময় ডিন, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে বিভিন্ন বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং তাঁদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়ায় সবার মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ