নেত্রকোনার মদন উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তিয়শ্রী ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তোফায়েল আহমেদ মদন উপজেলা আওয়ামী তাঁতী লীগের সভাপতি।
তোফায়েল আহমেদ বলেন, ‘আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। তাই আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে অংশ নিয়েছি। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সে জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে আমি পদত্যাগ করেছি।’
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ মদন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।