হোম > ছাপা সংস্করণ

কুড়িগ্রামে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী বাজারে জনসম্মুখে খুর চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে হাসান ইমাম চাঁদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

গত সোমবার বিকেলে পাটেশ্বরী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী হাসান উজ জামান (৩৫) বাদী হয়ে সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন।

গ্রেপ্তার চাঁদ সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের মধ্যকুমরপুর গ্রামের বাসিন্দা।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ভোগডাঙা ইউনিয়নের পশ্চিম মিয়াপাড়া গ্রামের হাসান উজ জামানের (৩৫) সঙ্গে হাসান ইমাম চাঁদের পূর্বশত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে হাসান উজ জামান বাড়ি থেকে বের হয়ে পাটেশ্বরী বাজারে আসলে চাঁদ তাঁর পথরোধ করেন। একপর্যায়ে খুর বের করে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন চাঁদকে আটক করে থানায় খবর দেন। লিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা হয়েছে। গ্রেপ্তার হাসান ইমাম চাঁদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ