হোম > ছাপা সংস্করণ

‘রান্নার চাল নিয়ে দুশ্চিন্তা কমেছে’

রুমা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রুমায় চারটি ইউনিয়নের তালিকাভুক্ত দেড় হাজার দুস্থ নারীদের ভিজিডি চাল বিতরণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা এ তথ্য জানিয়েছেন।

পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, ডিসেম্বর মাসের ভিজিডি চাল গত সপ্তাহ থেকে বিতরণ শুরু হয়। দুর্গম এলাকার উপকারভোগী দুস্থ নারীরা আসতে পারেননি। তবে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিশেষ তৎপরতায় খবর দিয়ে দুস্থ নারীদের ভিজিডি চাল বিতরণ সম্পন্ন হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে দুস্থ নারীদের চাল দেওয়া হয়। রুমায় ৪টি ইউনিয়নের তালিকাভুক্ত ভিজিডি উপকারভোগী নারী ১ হাজার ৫৯৬ জন। এর মধ্যে পাইন্দু ইউনিয়নে ৩৬৭, রুমা সদর ইউনিয়নে ৫৯০, রেমাক্রী-প্রাংসা ইউনিয়নে ৩৩৬ ও গালেঙ্গ্যা ইউনিয়নে ৩০৩ জন তালিকাভুক্ত দুস্থ নারী রয়েছে। এ সব নারী ২০২১-২২ অর্থ বছরে ২৪ মাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল পান।

গত সোমবার দুপুরে রুমা সদর ইউপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, হাতে কার্ড নিয়ে সারিতে দাঁড়িয়ে আছেন নারীরা। চাল নিতে আসা দোমাচিং (২৮) ও উয়িনু মারমা (৩৫) বলেন, এক বছর ধরে প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়ায় পরিবার নিয়ে চলতে পারছি। তবে চাল নেওয়ার সময় প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা দিতে হয়।

রুমা সদর ইউপি সচিব উক্যথোয়াই চাক বলেন, ভিজিডি তালিকাভুক্ত ৫৯০ উপকারভোগী চাল উত্তোলনের সময় ২০০ টাকা করে জমা দেন। এই টাকা ২৪ মাসের চক্র শেষে একসঙ্গে ওই টাকা ফেরত দেওয়া হবে।

ছাইপোপাড়ার বাসিন্দা উয়িনু মারমা বলেন, ‘দেড় বছর আগে আমাদের ছেড়ে স্বামী চলে গেছেন। তখন থেকে বাড়ির কোনো খোঁজ নেননি। তিন সন্তান নিয়ে ঘরে অনেক কষ্ট ছিলাম। ভিজিডি তালিকায় না ওঠার পর রান্নার চাল নিয়ে দুশ্চিন্তা কমেছে।’

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা বলেন, নির্ধারিত ট্যাগ কর্মকর্তাদের উপস্থিতিতে চেয়ারম্যান ও সদস্যরা চাল বিতরণ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ