যাঁরা খাওয়ার জন্য জারের পানি ব্যবহার করেন, অটোমেটিক ওয়াটার ডিসপেনসার তাঁদের জন্য জরুরি একটি পণ্য। এটি জার উল্টে পানি ঢালার কষ্ট ও সমস্যা দূর করবে।
মূলত এটি একটি বিদ্যুৎ চালিত পাম্প। চার্জ করে এটি চালাতে হয়। এই পাম্প ও জারের পানির মধ্যে সংযোগ ঘটানোর জন্য এই ডিভাইসের সঙ্গে একটি প্লাস্টিক পাইপ লাগাতে হয়। পাইপটির অন্য প্রান্ত থাকে জারের ভেতরে পানির মধ্যে। জারের মুখে এই ডিভাইসটি বসিয়ে দিতে হয়। এরপর নির্দিষ্ট বাটনে চাপ দিলেই পানি পড়তে শুরু করবে।
সাধারণত প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ঘনত্বের এবিএস প্লাস্টিক শেল, ফুড গ্রেড সিলিকন, স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হয়ে থাকে এ ধরনের ওয়াটার ডিসপেনসারগুলো। ফলে এগুলো নিরাপদ, বিষাক্ত নয়, গন্ধহীন এবং বিপিএমুক্ত। এসব ডিভাইসের ব্যাটারি সাধারণত ১২০০ মেগা হার্জের হয়ে থাকে। একবার ব্যাটারিতে চার্জ দিলে ৩০-৪০ দিন অথবা ৫ জার পানি পাম্প করার কাজে ব্যবহার করা যায়।
দেশের বাজারে বিভিন্ন
ব্র্যান্ডের অটোমেটিক ওয়াটার ডিসপেনসার পাওয়া যায়। ব্র্যান্ড ভেদে এগুলোর দামেও বেশ খানিক তারতম্য আছে। তবে ৩০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে
এই ওয়াটার ডিসপেনসারগুলো পাওয়া যায়।
বৈশিষ্ট্য