সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা এমএ কুদ্দুছকে দেখতে হাসপাতালে গেলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। গত সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দেখতে যান তিনি।
সূত্র জানায়, এমএ কুদ্দুছের আহত হওয়ার খবর শুনে সুনামগঞ্জ থেকে ছুটে আসেন মোয়াজ্জেম হোসেন বাবুল। রাতেই তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান। এ সময় সেখানে গিয়ে খোঁজ-খবর নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে মোয়াজ্জেম হোসেন বাবুল এমএ কুদ্দুছের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
গত সোমবার রাত ৯টার দিকে দাপুনিয়ার ছয়মাইল এলাকায় অটোরিকশা উল্টে আহত হন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ।