সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। তবে গতকাল রোববার পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়নি।
রোববার বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুরে ৪ নম্বর পিআইসির কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সুফিয়ান, পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী আশরাফুল হক।
সংশোধিত গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) নীতিমালা ২০১৭ অনুযায়ী ২০২১-২০২২ অর্থবছরে ১৫ ডিসেম্বরের মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করার কথা। কিন্তু এখন পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়নি পুরোপুরিভাবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন, সদর উপজেলার ২৫টি প্রকল্পে কাজ হবে এ বছর। এখন পর্যন্ত নয়টি পিআইসি গঠন হয়েছে। হাওরে পানি থাকার কারণে পিআইসি গঠনে বিলম্ব হয়েছে। তবে শিগগিরই পিআইসি গঠন করে কাজ শুরু হবে।