হোম > ছাপা সংস্করণ

জহির রায়হান চরিত্রে মোস্তফা মনোয়ার

বিজয়ের মাসে মুক্তি পাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘জাগো বাহে’। ৯ ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহে অ্যান্থোলজি এই সিরিজের একটি করে পর্ব মুক্তি পাবে। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির আগে বাঙালির শিল্প, সংস্কৃতি ও জাতিসত্তার মনন তৈরিতে ভূমিকা রেখেছে এমন তিনটি ঘটনা নিয়ে স্বল্পদৈর্ঘ্যের সিরিজ ‘জাগো বাহে’। স্বল্পদৈর্ঘ্য তিনটি হচ্ছে সিদ্দিক আহমেদের ‘শব্দের খোয়াব’, সালেহ সোবহান তানিমের ‘লাইট, ক্যামেরা.. অবজেকশন’ এবং সুকর্ণ শাহেদ ধীমানের ‘বাংকার বয়’।

সিরিজের ‘লাইটস, ক্যামেরা.. অবজেকশন’ ছবিতে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রপরিচালক জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন ‘লাইভ ফ্রম ঢাকা’খ্যাত মোস্তফা মনোয়ার। ১৯৭০ সালে জহির রায়হান নির্মিত চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ মাত্র এক দিন প্রদর্শনের পর সেন্সর সার্টিফিকেট আটকে দিয়েছিল তৎকালীন পাকিস্তান সেন্সর বোর্ড। তখন বোর্ডের সঙ্গে বাহাসে লিপ্ত হন জহির রায়হান। শেষ পর্যন্ত তিনি ছবিটি ছাড়িয়ে আনতে সক্ষম হন। এ ঘটনারই চলচ্চিত্র রূপ ‘লাইট, ক্যামেরা, অবজেকশন’।

এবারই প্রথম পর্দায় জহির রায়হানের চরিত্র আসছে। এ প্রসঙ্গে মোস্তফা মনোয়ার বলেন, ‘এই চরিত্রটি আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। সাধ্যমতো চেষ্টা করেছি পর্দার জহির রায়হান হয়ে উঠতে। এ প্রজন্ম নতুন করে জহির রায়হান সম্পর্কে জানতে পারবে।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পরিচালক সালেহ সোবহান অনীম। তিনি বলেন, ‘এই ছবিটি সংলাপ-নির্ভর। ব্যক্তিগতভাবে এই ছবিটি আমার খুব পছন্দের। আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শুটিংয়ের সময় বড় সাপোর্ট দিয়েছেন।’

পরিচালক আরও বলেন, ‘ছবিটি নির্মাণের জন্য প্রয়োজনীয় গবেষণার কাজটি করেছেন এর চিত্রনাট্যকার। মূল ঘটনা তিন থেকে চার দিনের। আমরা পুরো ঘটনাকে এক দিনে তুলে এনেছি। এ রকম আরও কিছু পরিবর্তন করেছি। কিন্তু মূল ঘটনার কোনো বিকৃতি ঘটানো হয়নি।’

ছবিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, অপর্ণা ঘোষ, ফারহানা হামিদ, এ কে আজাদ সেতু প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ