লালমোহনে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এই খেলা উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন।
জানা যায়, কেবল সাংবাদিকদের অংশগ্রহণে লালমোহন প্রেসক্লাব এই ফুটবল খেলার আয়োজন করেছে। উদ্বোধনী দিনে লালমোহন প্রেসক্লাব ও দৌলতখান প্রেসক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ১-০ গোলের ব্যবধানে দৌলতখান প্রেসক্লাব জয়লাভ করে। উদ্বোধনী দিনে বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
দিনের অপর খেলায় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব ও তজুমদ্দিন প্রেসক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টে ভোলা প্রেসক্লাব, বোরহানউদ্দিন প্রেসক্লাব, শাহবাজপুর প্রেসক্লাব, তজুমদ্দিন প্রেসক্লাব ও লালমোহন প্রেসক্লাব অংশগ্রহণ করেছে।