দেরিতে হলেও অবশেষে মনিরামপুরে আমন সংগ্রহে তৎপর হয়েছে খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর। আজ রোববার বিকেল ৩টায় এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আট সদস্যের ক্রয় কমিটির সভা হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় সভাপতিত্ব করবেন ইউএনও সৈয়দ জাকির হাসান। সভায় ধান ও চাল কেনার উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে।
এর আগে গত শুক্রবার ‘মনিরামপুরে এক মাসেও আমন সংগ্রহ শুরু হয়নি’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ধান কেনা নিয়ে তৎপর হন সংশ্লিষ্টরা।
আমন সংগ্রহ শুরু করতে গত ৪ নভেম্বর নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। এরপর ৮ নভেম্বর মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে চিঠি দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। জেলার অন্য উপজেলাগুলোতে আমন সংগ্রহ শুরু হলেও মনিরামপুরে এ কাজে বিলম্ব দেখা যায়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘ধান ও চাল সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও। তিনি সময় দিতে না পারায় সংগ্রহ কাজে বিলম্ব হচ্ছিল। এখন ইউএনও সভা ডাকতে সিদ্ধান্ত দিয়েছেন।’
ইন্দ্রজিৎ সাহা আরও বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় সরাসরি কার্ডধারী আমন চাষিদের কাছ থেকে ১ হাজার ৪৪৫ টন ধান ও নিবন্ধিত কল মালিকদের কাছ থেকে ৪৮০ টন চাল সংগ্রহ করা হবে।