হোম > ছাপা সংস্করণ

ইসলামপুরে টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধির বালাই নেই

এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর) 

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা ব্যক্তিরা শারীরিক দূরত্ব মানছেন না। গাদাগাদি করে সারিতে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করছেন তাঁরা। এ সময় অনেকের মুখে মাস্কও দেখা যায়নি। এ অবস্থায় উপজেলায় করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলা হাসপাতালের চত্বরে একটি টিনশেড ঘরে টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়া হাসপাতালের ভবন সংলগ্ন একটি বুথ খোলা হয়েছে। নারীদের জন্য খোলা হয়নি পৃথক কোনো বুথ। প্রতিটি বুথের সামনেই মানুষের ভিড়।

মাঝেমধ্যেই স্বাস্থ্যকর্মীরা চিৎকার করে শারীরিক দূরত্ব মেনে সুশৃঙ্খলভাবে সারিতে দাঁড়াতে বলছেন। কিন্তু কাউকেই তা মানতে উদ্যোগী হতে দেখা যায়নি।

টিকা নিতে আসা নটারকান্দা গ্রামের জালাল মিয়া বলেন, টিকা কেন্দ্রে প্রচুর ভিড়। টিকা নিতে এসে উল্টো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যান কি না এ ভয়ে আছেন তিনি।

দরিয়াবাদ গ্রামের বাদশা মিয়া, ফকিরপাড়া গ্রামের আকবর, ধর্মকুড়ার গ্রামের হাসেম মিয়া বলেন, কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষের ভিড় ঠেলে কোনোমতে টিকা নিয়েছেন তাঁরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলায় গত মঙ্গলবার পর্যন্ত ৩৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৯ হাজার ৪৩১ জন। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৪১ জনকে।

উপজেলায় করোনা নির্মূল, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে মাঠে তদারকি করছেন সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি বজায় রেখে টিকা দিতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি অমান্য করার ঘটনা দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, শৃঙ্খলা রক্ষায় প্রতিদিনই করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রে পুলিশ পাঠানো হয়।

করোনা নির্মূল, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সদস্যসচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, মানুষের মধ্যে টিকা নিতে আগ্রহ বাড়ছে। লোকজন বেশি হওয়ায় একটু ভিড় হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনেই টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোরশেদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে টিকা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি অমান্য করার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ