হোম > ছাপা সংস্করণ

সিঙ্গাইরে মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩

সিঙ্গাইর প্রতিনিধি

সিঙ্গাইরে মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার চান্দহর ইউনিয়নের মাদ্রাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদ্রাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৪), মো. আব্দুল আওয়াল ও সাইফুল ইসলাম (৩৬)। এর আগে গত মঙ্গলবার রাতে ওই মাদ্রাসাছাত্রের নানি বাদী হয়ে সিঙ্গাইর থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের একটি মাদ্রাসা ও এতিম খানার মক্তব বিভাগের প্রথম শ্রেণির ছাত্রকে শিক্ষক মো. রমজান আলী যৌন নির্যাতন করে। বিষয়টি ওই ছাত্র তার নানিকে জানায়। তার নানি গত মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, যৌন নির্যাতন করা শিক্ষককে পালানোয় সহযোগিতার করায় তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. রমজান আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ