ব্রাহ্মণপাড়ার চান্দলা বাজারে আগুন লেগে মেসার্স আল মদিনা ট্রেডার্স নামের একটি সার ও কীটনাশকের দোকান পুড়ে গেছে। গত রোববার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
পুড়ে যাওয়া দোকানের মালিক মো. সোহেল জানান, ঘটনার রাতে বাজারের পাহারাদার তাঁকে আগুন লাগার খবর দেন। তিনি বাজারে গিয়ে দেখেন, স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় তিনি বুড়িচং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ইতিমধ্যে দোকানে থাকা সার কীটনাশক পুড়ে ছাই হয়ে যায়।
বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ইউএনওকে জানিয়েছি। সরকারি ভাবে আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়টি তিনি দেখবেন।’