মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদে (ইউপি) সদস্য প্রার্থীর দোকান লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্যকামার গাও ঘোষবাড়ীসংলগ্ন মিন্টু স্টোরে এ ঘটনা ঘটে।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. মিন্টু শেখ বলেন, ‘আমি কয়েক বছর ধরে এই ভিটির ওপর দোকানঘর তুলে ব্যবসা করছি। এই দোকানের ওপর নির্ভর করে আমার সংসার চলে। আজ (বুধবার) সকালে আমি ভাগ্যকুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর পদে প্রতীক আনতে যাই। এ সুযোগে ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলন খানের ছেলে মেহেদীর নেতৃত্বে শফি সর্দারের ছেলে শহিদ সর্দারসহ ৭-৮ জন মিলে দোকান ভেঙে প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’
সরেজমিন দেখা যায়, একটি টিনের তৈরি দোচালা পাটাতন দোকানের বেড়া ও খুঁটি মাটিতে পড়ে আছে। মাটি খুঁড়ে খুঁটিগুলো তুলে ফেলায় মাটির গর্তগুলো রয়ে গেছে। অভিযুক্ত মেহেদী বলেন, ‘আমার জায়গায় মিন্টু শেখ দোকান তুলেছিলেন। তাঁকে আমি কয়েকবার বলার পরেও দোকান সরিয়ে নেননি। দোকানের সব মালামাল ফাঁকা জায়গায় রাখা আছে।’
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি, এটি নির্বাচনী কোনো সহিংসতা নয়। সেখানে অফিসার পাঠিয়েছি, ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’