সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
যমুনার সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে ফেরি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে মতবিনিময় হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) এই সভার আয়োজন করে।
১২ আগস্ট সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে সি-ট্রাক সার্ভিসের উদ্বোধন হয়। ২৩ সেপ্টেম্বর থেকে সি-ট্রাকের যান্ত্রিক ত্রুটি এবং যমুনা নদীর নাব্য সংকটের কারণে যাত্রী পারাপার সার্ভিস সম্পূর্ণভাবে বন্ধ আছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সাহাদারা মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম এতে সঞ্চালনা করেন।